সুরমা ইউনিয়নে মাটির রাস্তা পুন:নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ০৭:০৩

সুরমা ইউনিয়নে মাটির রাস্তা পুন:নির্মাণ কাজের উদ্বোধন

দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)’র অর্থায়নে ও এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এবং নরওয়েজিয়ান রিফিউজি রহমান কাউন্সিল (এনআরসি)”র বাস্তবায়নে

দোয়ারাবাজার টু বগুলা রাস্তা হইতে খাগুরা পশ্চিম পাড়া পর্যন্ত মাটির রাস্তা পুন:নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার(১৪ মার্চ) সকালে মাটির রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন, ইরা এনআরসি পিও ফজলুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটিটর জহিরুল হক, ইউপি সদস্য আহসান উদ্দিন,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্নাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন খাগুরা পশ্চিম পাড়ার মানুষের চলাচলের একমাত্র রাস্তা এইটি। এই রাস্তাটি নির্মাণ হলে বিদ্যালয়ের কোমলমতি ছেলে মেয়ে খুব সহজে স্কুলে যেতে পারবে। এই মাটির রাস্তাটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তা আজ বাস্তবায়ন হতে চলছে। ধারাবাহিকভাবে প্রতিটি রাস্তার কাজ সম্পূর্ণ করা হবে।

তিনি আরো বলেন, সুরমা ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। আমি সুরমা ইউনিয়নের মানুষের পাশে থাকবো এবং আজীবন সেবা করে যাব ইনশাআল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ