নিজস্ব প্রতিবেদক: দোয়ারাবাজারে মাদকের গডফাদার ফনা রবি দাস (৩৫) পিতা মৃত চাউরাম রবি দাস,সুভাষ রবি দাস(৩৬) দীনেশ রবি দাস(২৫) উপয়ের পিতামৃত গেদুয়া রবি দাস সর্ব সাং ডাউকের পাড়া (মঙ্গলপুর)মনির হোসেন(৩৫)পিতা মৃত মশক আলী সাং বাজিতপুর বশির উদ্দিন সাংকড়ালী সর্ব থানা দোয়ারাবাজার।
গত০৯/০৯/১৮ ইং কে মাদকসহ গ্রেফতার করেছে দোয়ারাবাজা থানা পুলিশের একটি দল। গ্রেফতারের ঘটনায় পাচথুবীর সাধারন জনগনের মধ্যে স্বস্তি দেখা গেছে।পুলিশের দায়িত্বশীল সুত্র জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে দোয়ারা থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।এ সময় তার সাথে পুরাতন সাদা প্লাষ্টিকের বোতল ভর্তি দেশীয় তৈরী চোলাই মদ ও বিপুল পরিমান দেশী মদক উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য অাইনে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। এ দিকে মাদক সম্রাট মনির হোসেনকে গ্রেফতার ঘটনায় তার সহযোগী গা ঢাকা দেয় আছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে অাসছে।